State

নিখোঁজ শিশুর দেহ মিলল নদীতে, খুনের অভিযোগ

Published by
Shaoni Dutta

সকাল থেকে নিখোঁজ এক শিশুর দেহ পাওয়া গেল শিলাবতী নদীর জলে। মৃতদেহটি জেলেদের জালে ধরা পড়ে। গত শনিবার সকাল থেকেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার সিমলাপালে। মৃত শিশুর পরিবারের দাবি, তাকে খুন করে ভাসিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সিমলাপালের বাসিন্দা সঞ্জীব চট্টোপাধ্যায়ের স্ত্রী তাপসীদেবী এসে জানান যে ছোট মেয়ে তানিষ্কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘুম থেকে উঠার পর থেকেই খোঁজ ছিল না ১ বছর বয়সী ওই শিশুর। সকাল থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। এমন সময় খবর পাওয়া যায় বাড়ি থেকে ৫০০ মিটার দূরে শিলাবতী নদীতে একটি শিশুর দেহ পাওয়া গিয়েছে।

জেলেরা প্রতিদিনের মতো শিলাবতী নদীতে মাছ ধরতে গিয়ে জালে আটকা পড়া একটি শিশুকে উদ্ধার করেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে সঞ্জীববাবু ও তাঁর স্ত্রী এসে হাসপাতালে দেহটি সনাক্ত করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share
Published by
Shaoni Dutta