State

মেয়েকে অন্য যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলাই কাল হল?

Published by
News Desk

অবসরপ্রাপ্ত এক শিক্ষককে কুপিয়ে হত্যা করল এক যুবক। মৃতের নাম তপন মুখোপাধ্যায়। গত রবিবার রাতে এক যুবক রাত ১০টা নাগাদ দুর্গাপুরের ফরিদপুরের বাসিন্দা তপনবাবুর বাড়িতে ঢোকে। তখন তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। ছিলেন শুধু মেয়ে। অভিযোগ বাড়িতে ঢুকে ওই যুবক তপনবাবুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাতেই এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায়।

মৃতের পরিবারের দাবি, ফেসবুকে তপনবাবুর মেয়ের সঙ্গে উত্তরপ্রদেশের বাসিন্দা প্রদীপ চৌহানের আলাপ হয়। এরপর বিভিন্ন সময়ে প্রদীপ তপনবাবুর মেয়েকে উত্যক্ত করত। কয়েকবার সে দুর্গাপুরের এই বাড়িতেও চলে আসে। মৃতের মেয়ের দাবি, রবিবার রাতে আওয়াজ পেয়ে তিনি একতলায় নেমে এসে দেখেন কেউ তাঁর বাবাকে কোপাচ্ছে। দ্রুত সাহায্য চান তিনি। ওই যুবকের সঙ্গে তাঁর তেমন কোনও সম্পর্ক ছিল না বলেই দাবি করেছেন তপনবাবুর মেয়ে।

যদিও পুলিশ মনে করছে তপনবাবু তাঁর মেয়ের সঙ্গে ওই যুবককে আপত্তিকর অবস্থায় একসঙ্গে দেখে ফেলেন। এভাবে ধরা পড়ে যাওয়ায় ওই যুবক তপনবাবুকে হত্যা করে। আপাতত সবই প্রাথমিক অনুমানের ওপর রয়েছে। সত্য জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk