Categories: State

ওভারহেড তার ছিঁড়ে ট্রেন চলাচলে বিঘ্ন

Published by
News Desk

উলুবেড়িয়ায় ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় বিঘ্নিত হল উত্তর-পূর্ব রেলের ট্রেন চলাচল। বুধবার বেলা ১১টা নাগাদ উলুবেড়িয়া স্টেশনে আসে আপ ঘাটশিলা লোকাল। ট্রেনটি বেরিয়ে যাওয়ার সময় ওভারহেড তার ছিঁড়ে পড়ে। ফলে তারপর থেকই ওই লাইনে হাওড়া খড়গপুর শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন হয়। বহু দূরপাল্লা ও লোকাল ট্রেন সময়ে আসা যাওয়া করতে পারেনি। সব ট্রেনই দেরিতে চলেছে। এদিকে তার ছেঁড়ার পরই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় সারাইয়ের কাজ। কিন্তু সময় লাগে। ফলে দুপুর পর্যন্ত ওই শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। সমস্যার শিকার হন যাত্রীরা।

Share
Published by
News Desk