Categories: State

কন্ডাক্টারকে মার, অবরুদ্ধ জাতীয় সড়ক

Published by
News Desk

পার্কিংকে কেন্দ্র করেই বচসার সূত্রপাত। অভিযোগ পুলিশের সঙ্গে কন্ডাক্টারের তর্কাতর্কিতে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠার পর আচমকাই কন্ডাক্টারকে মারধর শুরু করেন এক পুলিশ কর্মী। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই কন্ডাক্টরকে মালদহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজারের রথবাড়ি মোড়ে। এদিকে পুলিশি অত্যাচারের অভিযোগ করে বেলার দিকে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসচালক ও কন্ডাক্টাররা। অবরোধের জেরে স্তব্ধ হয়ে যায় যানচলাচল। অনেক বাস সকালে রাস্তায় বার হলেও ঘটনার পর চালক, কন্ডাক্টাররা বাস তুলে নেন। ফলে চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।

Share
Published by
News Desk