State

উদ্ধার ১ ড্রাম তাজা বোমা, বাড়ছে এলাকা উত্তপ্ত হওয়ার আশঙ্কা

Published by
Shaoni Dutta

গোপন সূত্রে খবর পেয়ে মাঠের মধ্যে জমিতে পোঁতা অবস্থায় উদ্ধার হল ১ ড্রাম তাজা বোমা। বীরভূমের নানুরে বোমা উদ্ধারের ঘটনায় আবার উত্তেজনা ছড়ানোর আশঙ্কা দেখা দিচ্ছে। বোমা রাখার পিছনে কাদের হাত রয়েছে তার তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ।

রবিবার দুপুরে নানুরের পালিটা গ্রামের মাঠ থেকে উদ্ধার হয় ওই ড্রাম ভর্তি বোমা। তাতে প্রায় ৩০টির মত বোমা ছিল। বোমা নিষ্ক্রিয় করার জন্য সিআইডি-র বম্ব স্কোয়াডকে ডাকা হয়। ড্রাম থেকে বার করে বোমাগুলি পাশের মাঠে ফাটিয়ে দেওয়া হয়।

Share
Published by
Shaoni Dutta