State

বিজেপির বিরুদ্ধে তৃণমূলের ওপর বোমাবাজির অভিযোগ

Published by
Shaoni Dutta

পুকুরে আবির ধোয়া যাবে না, বিজেপিকর্মীরা এমন ফতোয়া জারি করলে উত্তপ্ত হয়ে ওঠে সিউড়ির সদাইপুর। বিজেপিকর্মীদের বিরুদ্ধে তৃণমূলকর্মীর ওপর বোমা ছোঁড়ার অভিযোগ। আহত তৃণমূলকর্মী আফসার হোসেনকে ভর্তি করা হয় সিউড়ি সদর হাসপাতালে।

গত শুক্রবার সন্ধ্যায় পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টের রায় বেরনোর পর বীরভূমের অন্যান্য জায়গার মতো সিউড়ির সদাইপুরেও বিজয় মিছিল বের করেন তৃণমূলকর্মীরা। সদাইপুরের তরুগড়ি হাট এলাকায় মিছিল শেষ হওয়ার পর পুকুরে স্নান করতে যান তাঁরা। সেই সময়ই বাধা দেন স্থানীয় বিজেপিকর্মীরা। সেখান থেকেই বচসার সূত্রপাত।

এরপর বিজেপিকর্মীরা বোমাবাজি শুরু করেন বলে অভিযোগ। আফসার হোসেন বোমার আঘাত লাগার পর সেই অবস্থাতেই পুকুরে ঝাঁপিয়ে পড়েন বলে দাবি তাঁর। তৃণমূলের অন্যান্য কর্মীরা পরে তাঁকে উদ্ধার করেন।

Share
Published by
Shaoni Dutta