State

তৃণমূল বিজেপি সংঘর্ষ, তির-ধনুক নিয়ে হামলা

Published by
News Desk

পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটছে। তৈরি হচ্ছে উত্তেজনা। শনিবার নদিয়ার ভীমপুরে বাদবেড়িয়া পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে। সকাল থেকেই তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনা কাজ করছিল। কিছু পরেই তা হিংসাত্মক আকার নেয়। একে অপরের দিকে তির ধনুক, বোমা নিয়ে হামলা শুরু করে। দীর্ঘক্ষণ এমন রণক্ষেত্রের পরিস্থিতি চলে।

পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনার চেষ্টা করে। সে সময়ে হামলা হয় পুলিশের গাড়িতেও। পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। পরে আরও বিশাল পুলিশ বাহিনী এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। দুপুরের পর অবস্থা আয়ত্তে এলেও এলাকা জুড়ে চাপা উত্তেজনা রয়েছে।

Share
Published by
News Desk