State

৪ ফুটের অজগর উদ্ধার

Published by
Shaoni Dutta

গ্রামের আদিবাসী এলাকার মানুষ সাপ উদ্ধার করে তুলে দিলেন বন দফতরের হাতে। ফের একবার সফল হল বন্যপ্রাণ সংরক্ষণে চালানো বন দফতরের প্রচার অভিযান। সফল বীরভূমের বন দফতর।

গত বৃহস্পতিবার রাতে বীরভূমের ইলামবাজারের উষারডিহি গ্রামে একটি বড় অজগর দেখেন গ্রামবাসীরা। সাপটিকে তাঁরা মাটির ঘড়ার মধ্যে ধরে আটকে রাখেন। খবর দেওয়া হয় বন দফতরে। রাতেই বন বিভাগের কর্মীরা এসে সাপটিকে নিয়ে যান। পরে সেটিকে নিরাপদ স্থানে ছেড়ে দিয়ে আসা হয়।

এর আগে আদিবাসী গ্রামগুলিতে সাপ দেখা গেলে ভয়ে গ্রামবাসীরা সেগুলিকে পিটিয়ে মেরে ফেলতেন। বন দফতর থেকে দীর্ঘদিন ধরে মানুষকে বিষধর ও বিষহীন সাপের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। জানানো হয় কোন সাপ থাকা কোন কোন এলাকার পক্ষে কিভাবে উপকারী। তার ফলে কমছে সাপের মৃত্যু।

Share
Published by
Shaoni Dutta