State

৩ দিন পর পুকুর থেকে মিলল দ্বাদশ শ্রেণির ছাত্রীর দেহ

Published by
News Desk

গত শুক্রবার পড়তে বেরিয়ে আর বাড়ি ফেরেনি দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী। তারপর থেকে প্রচুর খোঁজাখুঁজি হলেও খোঁজ মেলেনি। অবশেষে মিলল গত সোমবার। জঙ্গলের মধ্যে একটি পুকুর থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ওই ছাত্রীর বাড়ির লোকজনের দাবি, স্থানীয় এক যুবক তাকে অনেক দিন ধরেই সম্পর্ক তৈরির জন্য চাপ দিচ্ছিল। কিন্তু ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করতে রাজি হয়নি ওই ছাত্রী। তাঁদের দাবি, প্রেমে বারবার প্রত্যাখ্যাত হয়ে ওই যুবকই শেষ পর্যন্ত তাঁদের মেয়েকে এমন নৃশংসভাবে খুন করে পুকুরে ফেলে দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দ্বাদশ শ্রেণির ছাত্রীর এমন ভয়ংকর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share
Published by
News Desk