State

অনুব্রতর গড়ে খুন তৃণমূল নেতা

Published by
Shaoni Dutta

বীরভূমের লাভপুর ব্লকের থিবা অঞ্চলের তৃণমূল নেতা সাগর শেখকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বোমা গুলি করে খুন করল একদল দুষ্কৃতি। সোমবার সন্ধ্যায় কীর্ণাহার থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে তাঁর ওপর এই হামলা চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাগর শেখের।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এদিন সন্ধ্যায় কীর্ণাহার থেকে ১২ বছরের মেয়ে রোজিকে নিয়ে থিবা গ্রামে ফিরছিলেন সাগর শেখ। কুঁয়ে নদীর বাঁধ বরাবর বলরামপুর গ্রামের কাছে তাঁর রাস্তা আটকায় একদল দুষ্কৃতি। মেয়েটিকে পাশের জমিতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তারপর সামনে থেকে সাগর শেখের মাথা লক্ষ্য করে বোমা মারা হয়। মৃত্যু নিশ্চিত করতে চালানো হয় গুলিও।

ঘটনায় সিপিএমের দিকে অভিযোগের তির তৃণমূল নেতৃত্বের। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, সাগর শেখ থিবা অঞ্চলে দলের সক্রিয় কর্মী ছিলেন বলেই তাঁকে খুন করল সিপিএম। স্থানীয় সিপিএম নেতৃত্বের পাল্টা দাবি, এই ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দায়ী।

Share
Published by
Shaoni Dutta