State

তারাপীঠে কেক খেলেন ভক্তরা

Published by
Shaoni Dutta

তারাপীঠের প্যাঁড়া আর মণ্ডা তো খেয়েছেন। কিন্তু পুজো দিতে গিয়ে কেক খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তবে সুযোগটা ফসকে গেল সোমবার। তবে এদিন তারাপীঠে পুজো দিতে আসা ভক্তদের একটু স্বাদ বদল হল বৈকি।

রাজীব গান্ধীর ৭৭ তম জন্মবার্ষিকীতে তারাপীঠে পুজোর আয়োজন করে বীরভূম জেলা কংগ্রেসের সংখ্যালঘু সেল। উদ্যোগ নেন হাসন বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলার একমাত্র কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ। সেইমত এদিন পুজো দেওয়া হয় তারাপীঠ মন্দিরে। রীতিমত ঢাক ঢোল বাজিয়ে তারাপীঠে শোভাযাত্রাও বার করে তারা। আর শোভাযাত্রা থেকে মন্দিরে পুজো দিতে আসা ভক্তরা উপরি পাওনা হিসাবে পেয়ে যান জন্মদিনের কেক।

Share
Published by
Shaoni Dutta