State

অটলবিহারী বাজপেয়ীর পারলৌকিক ক্রিয়া বাংলায়

Published by
Shaoni Dutta

৩ দিনের ক্রিয়া কর্মের পর মাথা মুণ্ডন। ১০ দিনে সর্বসাধারণের জন্য ভোজের আয়োজন। বাদ যাবে না কিছুই। পরিবারের কেউ প্রয়াত হলে যেভাবে পারলৌকিক কাজ করা হয় ঠিক সেই সব রীতি মেনেই নলহাটিতে চলছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর পারলৌকিক কাজ।

শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। বীরভূম জেলা বিজেপি নেতৃত্বের নির্দেশে এভাবেই পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করেছেন নলহাটির ২০ জন বিজেপি কর্মী। বাজপেয়ীর মৃত্যুর দিন থেকে তেল হলুদ বাদ দেওয়া খাবার খাচ্ছেন তাঁরা। রবিবার অটলজির ছবির সামনে মাথা ন্যাড়া করে পারলৌকিক কাজ করেন তাঁরা।

জেলা বিজেপি নেতৃত্ব জানান, অটলজিকে তাঁরা নিজেদের পরিবারের বরিষ্ঠ সদস্যের মতো শ্রদ্ধা করতেন। তাই এই পারলৌকিক কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১০ দিনের দিন শ্রাদ্ধানুষ্ঠান শেষে সকলকে খাওয়ানোও হবে বলে জানান তাঁরা।

Share
Published by
Shaoni Dutta