State

অত্যাধুনিক হাসপাতাল ভবনের শিলান্যাস কেন্দ্রীয় মন্ত্রীর, সঙ্গী বাবুল সুপ্রিয়

Published by
Shaoni Dutta

কেন্দ্রীয় প্রকল্পের টাকায় আসানসোলে তৈরি হতে চলেছে ৫০ শয্যার নতুন হাসপাতাল। গত বৃহস্পতিবার তার শিলান্যাস করলেন কেন্দ্রীয় শ্রম ও জীবিকা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্তোষ কুমার গঙ্গোয়ার। উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বাবুল সুপ্রিয়ও।

আসানসোলে রাজ্য পরিচালিত ইএসআই হাসপাতালে ১টি নতুন ভবন তৈরি হবে। যেখানে ৫০টি শয্যা থাকবে। এটি একটি অত্যাধুনিক হাসপাতাল হবে যা তৈরি করতে খরচ হবে ৫০ কোটি টাকা। নতুন এই প্রকল্পের শুভ সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী।

Share
Published by
Shaoni Dutta