State

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে প্রতিবেশির স্ত্রীকে খুন, যাবজ্জীবন সাজা

Published by
Shaoni Dutta

প্রতিবেশির স্ত্রীকে কুপিয়ে খুনের দায়ে যাবজ্জীবন সাজা হল বোলপুরের এক ব্যক্তির। বৃহস্পতিবার এই সাজা ঘোষণা করেন বোলপুরের অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক দেবব্রত মুখোপাধ্যায়।

সরকারি আইনজীবী তপন দাস জানান, বোলপুরের সুঁড়িপাড়ার বাসিন্দা নীরা মালের সাথে প্রতিবেশি ধনঞ্জয় বাগদির স্ত্রী আরতি বাগদির বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। তারই জেরে আরতির কাছে টাকা দাবি করে নীরা। আরতিদেবী টাকা দিতে অস্বীকার করলে ২০১৬ সালের ৪ অগাস্ট তাঁকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে নীরা। ধনঞ্জয় বাগদি পরদিন বোলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পুলিশ এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে নীরা মালকে। বৃহস্পতিবার বিচারক তাকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে তার যাবজ্জীবন শাস্তি ঘোষণা করেন।

Share
Published by
Shaoni Dutta