State

কলেজ পড়ুয়াদের মধুচক্রের পর্দাফাঁস

Published by
Shaoni Dutta

রীতিমত চারাগাছের মত গজিয়ে উঠছে মধুচক্র। আর তার সাথে জুড়ে যাচ্ছে কখনো শহরের ব্যবসায়ীরা, কখনো বা কলেজ পড়ুয়ারা। বীরভূমের সদর শহর সিউড়ির বাসিন্দারা এর প্রভাব থেকে ঘরের ছেলেমেয়েদের কিভাবে আগলে রাখবেন তা নিয়েই দুশ্চিন্তায়।

মাত্র কয়েকদিন আগে সিউড়ির হাটজনবাজার এলাকায় গৃহস্থ বাড়িতে মধুচক্রের সন্ধান পাওয়া যায় স্থানীয় বাসিন্দাদের তৎপরতায়। তারপর থেকেই এই ব্যবসার রমরমা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় পুলিশের। শুরু হয় নানা জায়গায় তল্লাশি। সেইমত বৃহস্পতিবার সকালে পুলিশ হানা দেয় সিউড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলে। ধরা পড়ে বেশ কিছু কলেজ পড়ুয়া ছাত্র ও ছাত্রী। পুলিশ হোটেলটি সিল করে দেয়।

Share
Published by
Shaoni Dutta