State

সাত সকালে আগুনে ভস্মীভূত গুদাম

Published by
Shaoni Dutta

প্রায় পুরোটাই পুড়ে ছাই হয়ে গেল পূর্ব বর্ধমানের আউশগ্রামের একটি তুষের গুদাম। কেউ হতাহত না হলেও দাহ্য বস্তু থেকে আগুন ছড়িয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। দমকলের ৪টি ইঞ্জিন কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে।

স্থানীয় সূত্রে খবর, আউশগ্রামের বড়াচৌমাথায় কাছে তুষের এই গুদামটি। ধানের তুষ থেকে তেল তৈরির জন্য এখানে তুষ জমা রাখা হত। বৃহস্পতিবার সকালে গুদামের কর্মীরা ভিতর থেকে ধোঁয়া বার হতে দেখেন। তখনই যথেষ্ট মাত্রায় আগুন ধরে গিয়েছিল। প্রথমদিকে আগুন নেভানোর চেষ্টায় কর্মীরাই জল দিতে থাকেন। কিন্তু তাতে আগুন আরও বেশি করে জ্বলে ওঠে। তুষ দাহ্য বস্তু হওয়ায় দ্রুত আগুন ছড়িয়েও পড়ে। খবর দেওয়া হয় দমকলে। আগুন নেভা পর্যন্ত গুদামটি পুরোপুরি পুড়ে যায়।

Share
Published by
Shaoni Dutta