State

২টি মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

Published by
Shaoni Dutta

বীরভূমের ২টি পৃথক জায়গা থেকে মঙ্গলবার ২টি মৃতদেহ উদ্ধার হল। এদিন খুব সকালে বীরভূমের সদাইপুরের আরাডাঙালিতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ দেখতে পাওয়া যায়। অন্যদিকে দ্বিতীয় মৃতদেহটি রামপুরহাটের বালিয়া গ্রামের ৪৫ বছর বয়সী প্রসাদ সালুই-এর।

মঙ্গলবার খুব ভোরে আরাডাঙালির বাসিন্দারা চাষের কাজ করতে গিয়ে মাঠের ধারে মৃতদেহটি পরে থাকতে দেখেন। মৃত ব্যক্তির গলায় ফাঁস লাগানো ছিল গেঞ্জি দিয়ে। তাঁর পরিচয় বা কোথাকার বাসিন্দা জানা যায়নি।

রামপুরহাটের বড়পাহাড়ি পাথর শিল্পাঞ্চলে একটি খড়ের চালা ঘর থেকে উদ্ধার হয় বালিয়া গ্রামের বাসিন্দা প্রসাদ সালুইয়ের ঝুলন্ত দেহ। পেশায় লরি চালক প্রসাদ পাথরের লরি নিয়ে বড়পাহাড়ি এলাকায় যেতেন। গত সোমবার দুপুরে তিনি লরি নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আসেন। পরিবার ও এলাকাবাসীদের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে।

Share
Published by
Shaoni Dutta