State

উদ্ধার দেহ, অভিযোগ অবৈধভাবে বালি তোলার

Published by
Shaoni Dutta

ময়ূরাক্ষী নদীর ধারে বীরভূমের পীরতলা ঘাটে রবিবার সকালে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ। পরে জানা যায় মৃত ব্যক্তির নাম বিধান ঘোষ। বয়স ৪৮ বছর। বাড়ি সাঁইথিয়ার তালতলা গ্রামে। ময়ূরেশ্বরের আকালপুর গ্রামে মৃতদেহটি উদ্ধার হওয়ার পর ওঠে এলাকায় অবৈধভাবে বালি তোলার অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই এলাকায় গরু চরাতে গিয়ে কোনভাবে নদীতে পড়ে গিয়ে মারা যান বিধান ঘোষ। তাঁদের দাবি, ওই এলাকায় এভাবে মৃত্যু এই প্রথম নয়। ওখানে আগে নদী থেকে বালি তোলা হত। বর্ষার জন্য প্রশাসন বালি তোলা বন্ধ রেখেছে। কিন্তু তবু রাতের অন্ধকারে চলে বালি তোলার কাজ। এর ফলে নদীতে বিভিন্ন জায়গায় অনিয়মিত গর্ত তৈরি হয়েছে, যেগুলি অত্যন্ত বিপজ্জনক। সেখানে পড়ে গেলে সাঁতার জানলেও মৃত্যুকে রোখা সম্ভব নয়।

Share
Published by
Shaoni Dutta