State

এবার অমিত শাহকেই অনুপ্রবেশকারী বললেন ব্রাত্য বসু

Published by
Shaoni Dutta

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে অনুপ্রবেশকারী বলে কটাক্ষ করলেন রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু। যেভাবে বাংলার বাইরের বাসিন্দা হয়ে বাঙালিদের পাশে ডাকার চেষ্টা করছেন বিজেপি সভাপতি, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী এই কটাক্ষ করেন। পাশাপাশি শনিবার কলকাতায় বিজেপির সভায় বাংলায় অমিত শাহ বক্তব্য না রাখার জন্যও তাঁকে বিঁধলেন ব্রাত্যবাবু।

শনিবার সন্ধ্যায় বীরভূমের সিউড়িতে রমা রঞ্জন মুখোপাধ্যায় স্মারক বক্তৃতায় যোগ দিতে আসেন মন্ত্রী ব্রাত্য বসু। সেখানে এনআরসি নিয়ে বিজেপি সরকারের জোর সমালোচনা করেন তিনি। তাঁর কথায় বাংলার উন্নয়ন আটকাতেই অসমে এনআরসি-র এত তাড়াতাড়ি প্রয়োগ করেছে বিজেপি। নাহলে গুজরাটে কেন এনআরসি করছে না তারা। বিজেপির লক্ষ্য শুধুই বাংলা ও বাঙালিরা।

Share
Published by
Shaoni Dutta

Recent Posts