State

উদ্ধার প্রচুর অস্ত্র, পাচারের পথে পাকড়াও ২

Published by
Shaoni Dutta

মুর্শিদাবাদ জেলায় বাড়ছে অস্ত্রের কারবার। সতর্ক হচ্ছে জেলা পুলিশও। সেই মতো গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের হাতে পাকড়াও হল ২ অস্ত্রকারবারি। গত বৃহস্পতিবার রাতে জেলার সামশেরগঞ্জ এলাকায় জাতীয় সড়কের ধার থেকে সামশেরগঞ্জ থানার পুলিশ আটক করে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ ২ অস্ত্রকারবারিকে।

পুলিশ সূত্রে খবর, আলেমুল শেখ ও ওয়াহিদ মোমিন নামে ওই ২ অস্ত্রকারবারি মালদহের জয়কৃষ্ণপুরের বাসিন্দা। তারা বিহারের মুঙ্গেরি ছাপ মারা অস্ত্র পাচার করছিল। তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে ৭টি পিস্তল, ৩টি ওয়ান শাটার পিস্তল, ১০ রাউন্ড গুলি সহ ১৪টি ম্যাগাজিন।

পুলিশের চিন্তা বাড়িয়েছে পাচারের পদ্ধতি। এই পাচারকারীদেরকে সরাসরি দেখে বোঝার উপায় নেই যে এরা অস্ত্রকারবারি। সাধারণ বাজার করার ব্যাগের মত নাইলনের তৈরি ব্যাগে করে এরা অস্ত্র পাচার করছিল। এছাড়া অস্ত্রের পরিমাণও পুলিশের চিন্তার কারণ হয়ে উঠছে।

Share
Published by
Shaoni Dutta