কুকুর, প্রতীকী ছবি
দিন দিন কুকুরের সংখ্যা বাড়ছে এলাকায়। মধ্যমগ্রামের রাস্তার পাশে অনেক সময়ই জটলা পাকাচ্ছে সারমেয়রা। রাস্তা দিয়ে যেতে গেলে আচমকাই ছুটে আসে তারা। ফলে ভয় পেয়ে যান পথচারীরা। বিশেষত বাচ্চাদের নিয়ে যাতায়াত করা মুশকিল হয়ে পড়ছে অনেক জায়গায়। অন্ধকার নামলে অনেক রাস্তা দিয়ে যেতে ভয় পাচ্ছেন মানুষজন। এমনই অভিযোগ করছেন মধ্যমগ্রামের বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, এলাকায় ক্রমশ বাড়ছে সারমেয়ের সংখ্যা। বহাল তবিয়তে রাজত্ব করছে তারা। বিঘ্নিত হচ্ছে মানুষের নিরাপত্তা।
নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিচ্ছে পুরসভা? পুর পারিষদ অরবিন্দ মিত্র জানালেন, তিনি নিজের উদ্যোগে কুকুরদের নির্বীজকরণ করিয়েছেন। কিন্তু সেটা অনেক খরচের ব্যাপার। তাঁর আশ্বাস, যদি এদের জন্য কোনও পুনর্বাসন কেন্দ্রের খোঁজ পাওয়া যায় তবে সেখানে এদের রাখার ব্যবস্থা করবে পুরসভা। — প্রতিবেদক – প্রিয়া মুখোপাধ্যায়