State

অস্তিত্ব রক্ষার লড়াই, আদিবাসী স্বাস্থ্যে জোর

Published by
Shaoni Dutta

পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আদিবাসীদের স্বাস্থ্যই বলে দেবে এলাকা কার হাতে থাকবে। এই বাস্তব সত্যটি বুঝেই এই অঞ্চলে আদিবাসী উন্নয়নে জোর দিয়েছে রাজ্য সরকার। তারই প্রথম পদক্ষেপ হিসাবে বাঁকুড়ার বড়জোড়া ব্লকে আয়োজন করা হয়েছিল স্বাস্থ্য শিবির।

প্রথমবার সরকারের পক্ষ থেকে এমন উদ্যোগে বিপুল সাড়া পাওয়া যায়। বড়জোড়ার বৃন্দাবনপুর পঞ্চায়েতের স্বর্গবাটি গ্রামে উপচে পড়ে ভিড়। ২৬৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই শিবিরে। পরীক্ষালব্ধ ফল থেকে সবথেকে বড় প্রাপ্তি এটাই যে এলাকাবাসীর মধ্যে অপুষ্টির কোনও নজির পাওয়া যায়নি।

সামগ্রিক স্বাস্থ্যের চেহারা দেখে খুশি প্রশাসনও। বিডিও পঙ্কজ কুমার আচার্য জানান, সামান্য জ্বর এবং একজনের সেরিব্রাল অ্যাটাকের ইতিহাস ছাড়া কোন বড় রোগের উপসর্গ পাওয়া যায়নি পরীক্ষিত মানুষগুলির মধ্যে।

Share
Published by
Shaoni Dutta