Categories: State

দুই বোন খুনের কিনারা, গ্রেফতার মামা

Published by
News Desk

বীরভূমের মহম্মদ বাজারে দুই বোনকে গলা কেটে খুনের ঘটনার কিনারা করল পুলিশ। খুনে মূল অভিযুক্ত দুই বোনের মামা বলে জানিয়েছে পুলিশ। মামা রামপ্রসাদকে সিউড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, বড় বোন সুস্মিতার সঙ্গে একটি অন্য জাতের ছেলের সম্পর্ক তৈরি হয়‌। সেকথা জেনে যায় বাড়ির লোকজন। এরপর দুই বোনের মামা রামপ্রসাদ সুস্মিতাকে এ নিয়ে জিজ্ঞেস করতে গেলে পাল্টা মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে সুস্মিতা। এতে রেগে রামপ্রসাদ তাকে গলা কেটে খুন করে। এই গোটা ঘটনা দেখে ফেলে ছোট বোন পুষ্পিতা। তাই তাকেও আর বাঁচিয়ে রাখেনি রামপ্রসাদ। একইভাবে তাকে গলা কেটে খুন করে সে। পুলিশ জানিয়েছে জেরার মুখে খুনের কথা স্বীকার করে নিয়েছে মাম রামপ্রসাদ।

Share
Published by
News Desk