State

পেট ব্যথায় মৃত্যু ছাত্রীর, বিক্ষোভ হাসপাতালে

Published by
Shaoni Dutta

উত্তর দিনাজপুরের পর বীরভূমের সাঁইথিয়া। রোগী মৃত্যুতে উত্তাল হাসপাতাল। হেনস্তা ডাক্তার, চিকিৎসাকর্মীদের। তবে এবার পুলিশি তৎপরতায় মারের হাত থেকে বাঁচলেন ডাক্তার।

সাঁইথিয়ার গোপালনগরের বাসিন্দা বছর ১১-র কিশোরী সাবিনা খাতুন পেটে ব্যথা নিয়ে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হয়। অভিযোগ, হাসপাতালে উপস্থিত চিকিৎসক অসুস্থ সাবিনার দিকে নজর দেননি প্রথমে। সাড়ে ৭টা নাগাদ ভর্তি হওয়ার পরে কর্তব্যরত নার্স তাকে একটি ইঞ্জেকশন দেন। এরপর ৯টা নাগাদ ডাক্তার এসে কিশোরীর চিকিৎসা শুরু করেন। সেই সময় তার মৃত্যু হয়।

কিশোরীর মৃত্যুর পরই হাসপাতালে চড়াও হয় তার পরিবার। তাঁদের দাবি যে মেয়ে হেঁটে হাসপাতালে আসে তার এত তাড়াতাড়ি মৃত্যু কি করে হয়। অন্যদিকে স্বাস্থ্য অধিকর্তার দাবি, চিকিৎসক ঠিক সময়েই ব্যবস্থা নিয়েছিলেন। রোগীর শারীরিক অবস্থার জন্যই তার মৃত্যু হয়।

Share
Published by
Shaoni Dutta