State

ছেলেদের সঙ্গে পাল্লা দিতে তৈরি প্রমীলা বাহিনী

Published by
Shaoni Dutta

কেউ বিপদে পড়লে সব সময় এগিয়ে আসে পাড়ার ছেলেরা। এটাই দেখতে যেন সবাই অভ্যস্ত! মেয়েরা এগিয়ে এলেও কেউ পাত্তাই দেয় না। কুছ পরোয়া নেহি। এবার হয়েই যাক বয়েজ ভার্সেস গার্লস।

অন্যধারার ভাবনা থেকেই এবার যাত্রা শুরু করল আস্থা। বীরভূমের সাঁইথিয়ার কলেজ পড়ুয়া মেয়েদের দল। যারা নিজেদের সামান্য রোজগারের টাকা বাঁচিয়ে হাসি ফোটাতে চায় সমাজের অন্ধকারে। আস্থার রূপকার রুমকি রায়ের কথায়, তার কলেজের পথে এমন অনেক মুখ তার চোখে পড়ত যাদের সামান্য খাবার নেই।

বীরভূম এমনকি সাঁইথিয়া শহরেও এমন দল রয়েছে যারা মানুষকে সাহায্য করে। কিন্তু সেগুলো সবই ছেলেদের। মহিলা সদস্য নিতেও তাদের আপত্তি। আস্থার হাত ধরে জেলায় তৈরি হল প্রথম মেয়েদের এরকম দল। সাঁইথিয়ার কুণ্ডলায় অনাথ আশ্রমের শিশুদের সাহায্যের মধ্যে দিয়ে তারা যাত্রা শুরু করেছে। ৩ মাসের চেষ্টায় এবার তাদের লক্ষ্য সাঁইথিয়ায় একটা রক্তদান শিবির আয়োজন করা।

Share
Published by
Shaoni Dutta