Categories: State

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, শ্বশুরবাড়িতে ভাঙচুর

Published by
News Desk

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল লিলুয়ার তেঁতুলতলায়। শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না, এই অভিযোগে এদিন মৃতার শ্বশুরবাড়িতে ভাঙচুর চালান বাপের বাড়ির লোকজন। পাড়া প্রতিবেশিরাও ভাঙচুরে সামিল হন বলে অভিযোগ। গত শনিবার রাতে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর শ্বশুরবাড়ি থেকে। এরপরই শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূর বাপের বাড়ির তরফে পুলিশে অভিযোগ দায়ের কার হয়। রবিবার সন্ধ্যায় আচমকাই শ্বশুরবাড়িতে শুরু হয় ভাঙচুর। অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনকে মারধরও করা হয়। ভাঙচুর ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে।

Share
Published by
News Desk

Recent Posts