State

সরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত ২০

Published by
Shaoni Dutta

বীরভূমের সিউড়ি থেকে সল্টলেকের করুণাময়ীগামী একটি সরকারি বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ৩০ জন বাসযাত্রী। তাঁদের মধ্যে ৪ জনের আঘাত গুরুতর।

সোমবার ভোরে সিউড়ি ডিপো থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসটি বেরিয়ে ৬০ নম্বর জাতীয় সড়কে উঠে কিছুদূর চলার পরই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ডিপো থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে জাতীয় সড়কের ওপর উল্টো দিক থেকে আসা লরিটিই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসটিকে। বর্ষায় জাতীয় সড়কের অবস্থা এতটাই খারাপ যে গাড়ির গতি ২০-র বেশি হওয়াই সম্ভব নয়। ছোট বড় সব গাড়িকেই বিরাট বিরাট গর্ত এড়িয়ে চলতে ডানদিক বাঁদিক এঁকেবেঁকে চলতে হয়। আর গর্তে পড়লে যে কোনও গাড়িই উল্টে যাওয়া স্বাভাবিক। এদিনও সেইভাবেই লরিটি গর্ত কাটিয়ে এগোতে গেলে বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় আহতদের দ্রুত সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Share
Published by
Shaoni Dutta