State

রেললাইনের ধার থেকে উদ্ধার একাদশ শ্রেণির ছাত্রীর দেহ

Published by
News Desk

হাওড়ার বালিতে একাদশ শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। বালির সাঁপুই পাড়ার বাসিন্দা ওই ছাত্রী গত শনিবার সন্ধেয় বাড়ি থেকে বার হয়। কিন্তু রাত পর্যন্ত বাড়ি না ফেরায় এদিক ওদিক খোঁজ নিতে শুরু করেন বাড়ির লোকজন। খোঁজ না পেয়ে পুলিশে একটি নিখোঁজ ডায়েরি করেন তাঁরা। এরপর রাতে জিআরপি জানায় তারা বেলুড়ের কাছে রেল লাইনের ধার থেকে একটি রক্তাক্ত দেহ পেয়েছে। পরিবারের লোকজন দেহটি দেখে শনাক্ত করেন ওই দেহ তাঁদেরই মেয়ের।

এটা আত্মহত্যা নাকি খুন তা এখনও পরিস্কার নয়। বাড়ির লোকজনের দাবি সম্প্রতি ওই ছাত্রী এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। আনমনাও থাকত সে। তারপর গত শনিবার এমন কাণ্ডে শোকস্তব্ধ পরিবার। প্রতিবেশিরাও এমন ঘটনায় হতবাক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk