State

একহাঁটু জলে নেমে ধান রোপণ করলেন মন্ত্রী

Published by
News Desk

কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রয়োগে বাংলা পিছিয়ে থাকলেও প্রগতির চেষ্টায় কসুর করছে না রাজ্য সরকার। তারই প্রমাণ রাখলেন খোদ কৃষিমন্ত্রী। শ্রাবণের কাদামাখা জমিতে নেমে নিজে পরখ করে দেখলেন চাষিদের জন্য আসা নতুন চাষের যন্ত্র।

শনিবার বীরভূমের সিউড়ির রাজ্য কৃষি খামারে একদিনের একটি কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে কৃষকদের ধান রোপণ করার যন্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। শিবিরের উদ্বোধনে আসেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়।

কৃষকদের হাতে নতুন যন্ত্র তুলে দেওয়ার আগে তিনি নিজে সেটি পরখ করে দেখার আগ্রহ প্রকাশ করেন। যেমন কথা তেমন কাজ। মন্ত্রী অন্যান্য আধিকারিক-প্রশিক্ষকদের সঙ্গে নেমে পড়লেন মাঠে। গোটা জমিতে ধানের চারা বসালেন। শেষে আশিস বাবু জানালেন যে যন্ত্রটি চালানো খুব সহজ।

মন্ত্রী এদিন ঘোষণা করেন যে প্রতিটি মহকুমার হাতে এমন যন্ত্র তুলে দেওয়ার চেষ্টা করবে সরকার। যন্ত্রের দাম ২ লক্ষ ৯০ হাজার টাকা। সেক্ষেত্রে কৃষকরা এই যন্ত্র কিনতে চাইলে কাস্টম হায়ারিং সেন্টার থেকে ৪০ শতাংশ ভর্তুকি দিয়ে কিনতে পারেন। দাম পড়বে ১ লক্ষ ১৬ হাজার টাকা।

Share
Published by
News Desk