State

দেরি করে স্কুলে আসার অভিযোগে শিক্ষিকাকে মারধর, আটক ১

Published by
Shaoni Dutta

শিশু শিক্ষাকেন্দ্রের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি দেরিতে আসেন। এমনকি শিক্ষিকার গরহাজিরায় ফিরেও যেতে হয় খুদে পড়ুয়াদের। তাই এবার শিক্ষা দিতে হবে শিক্ষিকাদেরকেই। যেমন ভাবা তেমন কাজ। প্রথমে স্কুল ঘরে তালা লাগিয়ে শিক্ষিকাদের আটকে রাখার অভিযোগ। তারপর মারধরের মত শারীরিক হেনস্থার অভিযোগ। এখানেই শেষ নয়। অভিযোগ এরপর স্কুল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে যান গ্রামবাসীরা।

শনিবার সকাল থেকে পাড়ুইয়ের চকনারায়ণপুর শিশু শিক্ষাকেন্দ্র ঘেরাও করেন গ্রামবাসীরা। এদিন এমন অভিযোগও তোলা হয় যে শিক্ষিকা না কি জাতীয় সঙ্গীত শেখাননি ৩০টি খুদে পড়ুয়াকে। মিড ডে মিলের রান্না নিয়েও ক্ষোভ অভিভাবকদের। সেই ক্ষোভে শিক্ষিকার সঙ্গে সহ-শিক্ষিকাকেও মারধর করা হয় বলে অভিযোগ। গোলমালের খবর পেয়ে পাড়ুই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কোনও রকমে পালিয়ে বাঁচেন প্রৌঢ়া শিক্ষিকা। পুলিশ ১ গ্রামবাসীকে আটক করেছে।

Share
Published by
Shaoni Dutta