State

মুখ্যমন্ত্রীর ভাইপোকে খুনের হুমকির অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের

Published by
Shaoni Dutta

প্রকাশ্যে সাংসদ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের ভয় দেখানোর অভিযোগে বিজেপি নেতা তথা দলের প্রাক্তন বীরভূম জেলা সভাপতি নির্মলচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। শনিবার আসানসোলের কুলটিতে এফআইআর দায়ের করে যুব তৃণমূল।

শুক্রবারই হিংসাত্মক ভাষণ দিয়ে খবরের শিরোনামে আসেন বীরভূম জেলার এই বিজেপি নেতা। পাশাপাশি তিনি হুমকি দেন যে বিজেপি এই রাজ্যে খুনের রাজনীতি শুরু করতে চলেছে। জেলা তৃণমূল নেতৃত্ব বিষয়টি নিয়ে তেমন আমল না দিলেও থেমে থাকেননি অন্য জেলার তৃণমূল কর্মীরা। শনিবার সকালে আসানসোলের কুলটিতে বিজেপির হুমকির প্রতিবাদে বাইক মিছিল বের হয়। বিক্ষোভ দেখানো হয় থানায়। যুব তৃণমূল নেতা বিশ্বজিৎ চ্যাটার্জি বিজেপি নেতা নির্মলচন্দ্র মণ্ডলের নামে এফআইআর দায়ের করেন।

Share
Published by
Shaoni Dutta