State

রক্ত দিয়ে প্রেমিকের নাম লিখতে প্রকাশ্যে হাতের শিরা কাটল কিশোরী

Published by
Shaoni Dutta

প্ল্যাটফর্মের ফাঁকা বেঞ্চ। নিশ্চল বসেছিল এক কিশোরী। হঠাৎই এলিয়ে পড়তে সন্দেহ হল স্টেশনে থাকা অন্যান্য যাত্রীদের। তাঁরা ছুটে গিয়ে দেখলেন রক্তে ভেসে যাচ্ছে বেঞ্চ। কিশোরীর ২ হাতের শিরা কাটা।

রেল পুলিশে খবর দিতে তারা এসে হাত ২টিকে কোনরকমে বেঁধে কিশোরীকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে। জানা যায় কিশোরীর বাড়ি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। শুরু হয় জল্পনা।

পুলিশি তদন্তে জানা যায়, সকালে বছর ষোলোর ওই কিশোরীর সাথে ছিল এক কিশোরও। যদিও তার পরিচয় স্পষ্ট নয়। তবে ওই কিশোর চলে যাওয়ার পর দীর্ঘক্ষণ একাই বসেছিল কিশোরীটি। প্রত্যক্ষদর্শীরা জানান, বেঞ্চে পড়ে থাকা রক্তে লেখা ছিল তার প্রেমিকের নাম। সাথে ‘লাভ’ শব্দটি। সেই সূত্র ধরে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Share
Published by
Shaoni Dutta