State

দেহব্যবসার পর্দা ফাঁস, পাকড়াও ওষুধ ব্যবসায়ী

Published by
Shaoni Dutta

এক ওষুধ ব্যবসায়ীকে পাকড়াও করে শহরের বুকে দেহব্যবসা চক্রের সন্ধান পেলেন সিউড়ির হাটজনবাজারের বাসিন্দারা। এলাকার মানুষের তৎপরতায় ৩ জন মহিলা ও ১ জন পুরুষকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ।

হাটজনবাজারের বাসিন্দাদের অভিযোগ তাঁরা বেশকিছু দিন ধরেই এলাকায় বহিরাগত অপরিচিত পুরুষ মহিলাদের আনাগোনা দেখতে পাচ্ছিলেন। রাত হোক বা দিন, সবসময়ই অপরিচিত মুখের ভিড় বাড়ছিল।

গত বুধবার রাতে স্থানীয় এক ওষুধ ব্যবসায়ীকে অপরিচিত এক মহিলার সাথে অন্য এক ব্যক্তির বাড়িতে ঢুকতে দেখে স্থানীয় মানুষজন সেই বাড়িতে চড়াও হন। বাড়িতে ঢুকেই তাঁরা ২ অপরিচিত যুবক ও যুবতিকে আপত্তিজনক অবস্থায় দেখেন। বাড়ির মালিক, তার স্ত্রী, ওষুধ ব্যবসায়ী ও বাকিদের কথায় সঙ্গতি না মেলায় এলাকাবাসী এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পুলিশ এসে সেখান থেকে ২ যুবতীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তারপরই ফাঁস হয় দেহব্যবসার পর্দা।

Share
Published by
Shaoni Dutta