State

বিজেপি নেতাকে কুপিয়ে খুন

Published by
News Desk

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে কুপিয়ে খুন করা হল এক বিজেপি নেতাকে। বিজেপির মণ্ডল সম্পাদক ওই নেতার নাম শক্তিপদ সরকার। ঘটনার জেরে আটক করা হয়েছে দুজনকে।

জানা গেছে, দোকান থেকে বাড়ি ফেরার পথে ৩-৪ জন দুষ্কৃতি আক্রমণ করে শক্তিপদ সরকারকে। তাঁকে কোপানোর সময় স্থানীয় লোকজন চলে আসায় পালিয়ে যায় দুষ্কৃতিরা। আহত শক্তিপদবাবুকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে পাঠানো হয় কলকাতায়। কলকাতায় নিয়ে আসার পথে মৃত্যু হয় শক্তিপদবাবুর।

ঘটনার জেরে থমথমে গোটা এলাকা। বসানো হয়েছে পুলিশ পিকেট। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের দিকেই আঙুল তুলেছে বিজেপি। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Share
Published by
News Desk