State

গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার স্বামী সহ ৫ জন

Published by
News Desk

ফের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ। মীনাক্ষী ঘোষ মুখোপাধ্যায় নামে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ শুক্রবার উদ্ধার করে পুলিশ। মৃতার বাড়ির লোকের দাবি শ্বশুরবাড়ির লোকজন তাঁদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করে তারপর দেহ ঝুলিয়ে দিয়েছে। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। পেশায় সিভিক ভলেন্টিয়ার স্বামী ও শ্বশুরবাড়ির আরও ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে মোহনপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এলাকার বাসিন্দাদের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিলনা অনেকদিনই। প্রায়ই বাড়ি থেকে ভেসে আসত চড়া স্বরে ঝগড়ার আওয়াজ। সেই অশান্তি যে এমন ভয়ংকর পরিণতি দিয়ে শেষ হবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি টিটাগড়ের মোহনপুর এলাকার মানুষজন।

Share
Published by
News Desk