State

দার্জিলিংয়ের দম্পতি হত্যা, গ্রেফতার তরুণী কর্মচারি ও তার প্রেমিক

Published by
News Desk

দার্জিলিংয়ের বাগডোগরায় এক দম্পতির নৃশংসভাবে খুনের কিনারা করল পুলিশ। তাও মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই। ওই দম্পতিকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মৃত ব্যক্তির ক্যাটারিং সংস্থায় কর্মরত এক তরুণী ও তার প্রেমিককে। অভিযোগ, এরাই টাকা হাতাতে এই কাণ্ড ঘটায়। গত রবিবার সকালে কুশওয়াহা দম্পতির দেহ দেখতে পাওয়া যায়। রক্তাক্ত অবস্থায় পাশাপাশি ২টি ঘর থেকে ২ জনের দেহ উদ্ধার হয়। মৃত অজয় কুশওয়াহা ও তাঁর স্ত্রী মীনা এখানেই সন্তানদের নিয়ে থাকতেন। পেশায় ক্যাটারিংয়ের ব্যবসায়ী অজয়ের দার্জিলিং ছাড়াও অন্য জায়গায় ব্যবসা ছড়ানো ছিল।

পুলিশ সূত্রের খবর, কর্মচারিদের মাইনে দেওয়ার জন্য লাখ পাঁচেক টাকা তুলেছিলেন অজয় কুশওয়াহা। সেই টাকা বাড়িতেই রেখেছিলেন। সেকথা জানত অজয়ের সংস্থায় কর্মরত এক তরুণী। ওই টাকা হাতাতে সে ও তার প্রেমিক ফন্দি আঁটে। তারপর শনিবার রাতে কুশওয়াহা দম্পতিকে ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করে টাকা হাতিয়ে পালায়। যদিও শেষ রক্ষা হয়নি। সন্দেহ হওয়ায় ওই তরুণীকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশের প্রশ্নের মুখে এক সময়ে ভেঙে পড়ে সে। অপরাধ কবুল করে। মঙ্গলবার তাকে ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

Share
Published by
News Desk