State

মন্দারমণির তটে ৩টি দেহ, দিঘার বোল্ডারে ভাঙা নৌকা

Published by
News Desk

বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপের জেরে এখন উত্তাল সমুদ্র। ভারতীয় ভূখণ্ডের বঙ্গোপসাগর উপকূল জুড়ে পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু রাজ্যের একগুচ্ছ চেনা অচেনা সমুদ্রতট রয়েছে। যার অনেকগুলি আবার পর্যটন ক্ষেত্রও। সেসব সমুদ্রতটে এখন পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। কারণ নিম্নচাপের জেরে সমুদ্রের উত্তাল অবস্থা। এই অবস্থায় গত রবিবার ওড়িশার কীর্তনিয়া থেকে মৎস্যজীবীদের একটি দল সমুদ্রে পাড়ি দেয়। ২৫ জন মৎস্যজীবী ছিলেন নৌকায়। কিন্তু সমুদ্রের একটু গভীরে যাওয়ার পর থেকেই তাঁদের আর কোনও খোঁজ ছিলনা।

এদিকে সোমবার মন্দারমণিতে সমুদ্রের ধার ধরে প্রাতঃভ্রমণে বেড়িয়ে কয়েকজন পর্যটকের নজরে পড়ে ৩টি দেহ। দেহগুলি ছড়িয়ে ছিটিয়ে বালির ওপর পড়েছিল। দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহগুলি উদ্ধার করলেও মৃতদের পরিচয় জানতে পারেনি। এদিকে সোমবার সকালে দিঘার কাছে সমুদ্রের ধারের বোল্ডারের ওপর একটি ভাঙা নৌকা উদ্ধার হয়েছে। পুলিশের অনুমান এই নৌকাই ওড়িশার সেই গত রবিবার নিখোঁজ হওয়া মাছ ধরার নৌকা। আর ৩টি দেহ ওই নিখোঁজ মৎস্যজীবীদের। তবে এটা ধারণা মাত্র। নিশ্চিত হতে ওড়িশা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে রাজ্য পুলিশ।

Share
Published by
News Desk