State

জামিনে মুক্ত আরাবুল ইসলাম

Published by
News Desk

পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙরে মিছিল করার সময় মৃত্যু হয় এক নির্দল প্রার্থীর সমর্থকের। ভাঙড়ের নতুনহাটে প্রার্থীর সমর্থনে মিছিল করার সময় মিছিলে হামলার ঘটনা ঘটে। সেই হামলায় গুলিবিদ্ধ হন হাফিজুল মোল্লা নামে এক যুবক। মৃত্যু হয় তাঁর। সেই ঘটনায় আরাবুল ইসলামের দিকে আঙুল ওঠে। অভিযোগ ছিল আরাবুলের সঙ্গিসাথীরাই এই হামলার নেপথ্যে ছিল। ঘটনায় ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেফতার করা হয় আরাবুলকে।

সেই মামলায় এতদিন জেলের মধ্যেই কাটাতে হয়েছে আরাবুলকে। এরমধ্যে কয়েকবার জামিনের আবেদন জানালেও তাঁর আবেদন গ্রাহ্য করেনি আদালত। সোমবার করল। সোমবার বারুইপুর আদালত আরাবুল ইসলামের জামিনের আবেদন মঞ্জুর করেছে। ফলে ৭২ দিন গারদের পিছনে কাটানোর পর অবশেষে জামিনে মুক্তি পাচ্ছে ভাঙড়ের এই তৃণমূল নেতা।

Share
Published by
News Desk