State

দম্পতিকে নৃশংসভাবে হত্যা, ঘুণাক্ষরেও টের পেল না কেউ!

Published by
News Desk

দার্জিলিংয়ের বাগডোগরায় এক দম্পতির নৃশংসভাবে খুনকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে এঁদের দেহ দেখতে পাওয়া যায়। রক্তাক্ত অবস্থায় পাশাপাশি ২টি ঘর থেকে ২ জনের দেহ উদ্ধার হয়। জানা গেছে, মৃত অজয় কুশওয়াহা ও তাঁর স্ত্রী মীনা এখানেই সন্তানদের নিয়ে থাকতেন। পেশায় ক্যাটারিংয়ের ব্যবসায়ী অজয়ের দার্জিলিং ছাড়াও অন্য জায়গায় ব্যবসা ছড়ানো ছিল।

পুলিশের প্রাথমিক অনুমান ধারাল অস্ত্র ও ভারী কিছু দিয়ে আঘাত করে দম্পতিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। যদিও এভাবে খুন করা হয়ে থাকলে আর্তনাদের শব্দ আসার কথা। কিন্তু তেমন কোনও শব্দ কেউ পাননি। তাঁদের সন্তানেরাও পায়নি। এমনকি পাশেই মীনাদেবীর বাপের বাড়ি। সেখানেও কেউ ঘুণাক্ষরে টের পাননি এই ঘটনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যবসায়িক শত্রুতার জের নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। দেহ ২টি ময়না তদন্তে পাঠানো হয়েছে।

Share
Published by
News Desk