State

পরপর দুর্ঘটনা, মৃত ৩

Published by
News Desk

বীরভূমে পর পর ২টি দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। একটি ঘটনা ঘটেছে রামপুরহাটের হস্তিকান্দা এলাকায়। এখানে একটি বালির গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, অত্যন্ত গতির জন্যই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। এঁরা সম্পর্কে কাকা-ভাইপো। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অন্য ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুরে। এখানে এক পরিচিতের সৎকারে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। স্থানীয়দের দাবি, প্রবল গতিতে ছুটছিল বাইকটি। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রেল গেটে ধাক্কা মারে। ছিটকে পড়েন আরোহী। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

Share
Published by
News Desk