Categories: State

কালনায় ছাত্র খুনে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

Published by
News Desk

কালনায় ছাত্র খুনের ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর সমরজিৎ হালদারকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন তিনি। মোবাইলের চিপ নিয়ে অশান্তি। আর তার জেরেই খুন হয় কালনার এক স্কুল ছাত্র। খুন হওয়ার আগে তাকে সমরজিতের সঙ্গেই শেষবার দেখা গিয়েছিল বলে জানিয়েছেন এলাকার মানুষ। খবর পাওয়ার পর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরজিৎকে ধরতে যায় পুলিশ। কিন্তু ততক্ষণে তিনি বেপাত্তা। সূত্রের খবর, এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন সমরজিৎ হালদার। পুলিশের একাংশের দাবি, রাতে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি।

Share
Published by
News Desk