State

আবাসিক স্কুল থেকে উদ্ধার ষষ্ঠ শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ

Published by
News Desk

দার্জিলিংয়ের গুড স্টার্ট অ্যাকাডেমি। দার্জিলিংয়ের কনভেন্ট স্কুলগুলির মধ্যে অন্যতম। বাবা-মা সন্তানকে এখানে রেখেই পড়াশোনা করান। আবাসিক স্কুলে সন্তানকে পাঠানোর পর স্কুল কর্তৃপক্ষের উপর দায়িত্ব দিয়ে অনেকটা নিশ্চিন্ত থাকেন তাঁরা। কিন্তু অতটা নিশ্চিন্ত বোধহয় আর থাকতে পারলেন না অভিভাবকরা। শনিবার রাতে এই আবাসিক স্কুলের একটি ঘর থেকে উদ্ধার হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত দেহ। বিষয়টি নজরে আসতে স্কুল থেকেই তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বাড়িতে।

যদিও পরিবারের দাবি ওই ছাত্র আত্মহত্যা করেনি। তাকে কোনওভাবে খুন করা হয়েছে। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। ছাত্রের ঘর তল্লাশি করে কোনও সুইসাইড নোট পায়নি পুলিশ। ওই ছাত্রের রহস্যমৃত্যুর কিনারা করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Share
Published by
News Desk