State

প্রধানমন্ত্রীর সভায় কেন ভেঙে পড়ল প্যান্ডেল? শুরু তদন্ত

Published by
News Desk

গত সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় কেন ভেঙে পড়ল প্যান্ডেল? কে দায়ী এর জন্য? এসব জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। গত সোমবার মেদিনীপুরে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সভায় প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালীনই ভেঙে পড়ে প্যান্ডেলের একাংশ। আহত হন ৯১ জন। তাঁর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ১ জনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে কলকাতায়।

ঘটনার পর ওঠে সমালোচনার ঝড়। নড়েচড়ে বসে প্রশাসন। তদন্তে নেমে পুলিশ সিল করে দেয় মাঠটি। ভেঙে পড়া প্যান্ডেলের কাঠামো পরিদর্শন করেন পুলিশ কর্তারা, ফরেনসিক বিশেষজ্ঞেরা। মাঠের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়। ঘটনার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী দলও আসতে পারে বলে জানতে পারা যাচ্ছে।

Share
Published by
News Desk