State

বিজেপি কর্মীদের হাতে বেদম মার খেল পুলিশ

Published by
News Desk

গন্তব্য মেদিনীপুর। সেখানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। তাই বিজেপি কর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই সোমবার হাজির হন মেদিনীপুরে। গাড়ি, বাস, মাটাডোর সবেতেই মানুষ এসেছেন। খড়গপুরের চৌরঙ্গির কাছে এমনই কয়েকটি বাস বিজেপি কর্মীদের নিয়ে আটকে পড়েছিল যানজটে। এদিকে প্রধানমন্ত্রীর সভা শুরু হয়ে যাবে। তাই তাড়া ছিল বিজেপি কর্মী, সমর্থকদের। এদিকে যানজটের যা অবস্থা তাতে তা ছাড়তে ছাড়তে প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হয়ে যাবে। তাহলে আর গিয়ে লাভ কী হল? স্থানীয় সূত্রের খবর, এই অবস্থায় অধৈর্য হয়ে কিছু বিজেপি কর্মী বাস থেকে নেমে পুলিশকে দ্রুত রাস্তা যানজটমুক্ত করতে বলেন। পাল্টা পুলিশের তরফে জানানো হয় যা পরিস্থিতি তাতে দ্রুত যানজট ছাড়ানো মুশকিল। তাই বিজেপি কর্মীদের সভাস্থলে হেঁটে যাওয়ার পরামর্শ দেন তাঁরা। পুলিশের এই বক্তব্যে বেজায় চটে যান বিজেপি কর্মী সমর্থকেরা।

বিজেপি কর্মী সমর্থকেরা এরপর পুলিশের ওপর চড়াও হন বলে অভিযোগ। রাস্তার ওপরই চলে পুলিশ কর্মীদের মারধর। কার্যত প্রাণ বাঁচাতে অনেক পুলিশ কর্মীকে রাস্তা দিয়ে ছুটতে দেখা গেছে। তাঁদের মারতে মারতে পিছু ধাওয়া করেন বিজেপি কর্মীরা। পুলিশের তরফে জানানো হয়েছে প্রায় ১৫ জন পুলিশ কর্মী এই হামলায় আহত হয়েছেন। কয়েকজন হাসপাতালে ভর্তি।

Share
Published by
News Desk