State

প্রধানমন্ত্রীর সভায় দুর্ঘটনা, ভেঙে পড়ল শামিয়ানা

Published by
News Desk

সবে বক্তব্য রাখতে শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেদিনীপুরের কলেজিয়েট মাঠে বিজেপির কৃষক কল্যাণ সমাবেশে প্রধানমন্ত্রীর উপস্থিতি কা‌র্যতই এই সমাবেশের গুরুত্ব বাড়িয়ে দিয়েছিল। সেই নরেন্দ্র মোদী ‌যখন বক্তব্য রাখতে শুরু করেন মাঠ জুড়ে তিল ধারণের জায়গা ছিলনা। তারমধ্যে বৃষ্টির কথা মাথায় রেখে বিশাল বিশাল প্যাভিলিয়নের ঢঙে তৈরি লোহার বিমের ওপর ত্রিপল ও কাপড়ের শামিয়ানা বানিয়েছিল বিজেপি। সেখানেও ছিল বহু মানুষের ভিড়। প্রধানমন্ত্রীর বক্তব্য ৩-৪ মিনিট হতেই আচমকা তেমনই একটি শামিয়ানা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রধানমন্ত্রীর নজর এড়ায়নি বিষয়টি। এদিকে শামিয়ানা ভেঙে পড়তেই শুরু হয় হৈচৈ। দ্রুত সভায় উপস্থিত স্বেচ্ছাসেবকরা শামিয়ানার নিচে আটকে পড়া মানুষজনকে উদ্ধার করা শুরু করেন। আহতদের মধ্যে অনেক মহিলা ছিলেন। এক এক করে তাঁদের মেদিনীপুর হাসপাতালে নিয়ে ‌যাওয়া হয়।

প্রধানমন্ত্রীর সভা বলে কথা! সেখানে এমন বিপ‌র্যয় কি করে সম্ভব? এ প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। প্রাথমিকভাবে ‌যা জানা ‌যাচ্ছে তা হল গত রবিবার থেকেই বৃষ্টিতে এই মাঠের অবস্থা বেহাল। কাদা মাটি থৈথৈ করছে। তারমধ্যেই লোহার বিম লাগানো হয়েছিল। মাটি নরম থাকায় হয়তো সেই বিম ঠিকমত গেঁথে বসেনি। তার ওপর শামিয়ানার বিশালত্ব। ‌এরমধ্যেই আবার কয়েকজন অতি উৎসাহে নাকি প্রধানমন্ত্রী বলতে শুরু করলে শামিয়ানার লোহার অস্থায়ী নির্মাণের ওপর চড়ে ‌যান। শামিয়ানা নড়তে থাকে। মাটি নরম ছিল। সব মিলিয়ে ভার রাখতে না পেরে ভেঙে পড়ে শামিয়ানা। ‌যদিও এটা প্রাথমিক অনুমান মাত্র। তদন্ত এখনও বাকি। তারপরই পরিস্কার হবে শামিয়ানা ভেঙে পড়ার কারণ কী!

Share
Published by
News Desk