State

আদিবাসী তরুণীকে ঘন জঙ্গলে গণধর্ষণ, গ্রেফতার ৩ অভিযুক্ত

Published by
News Desk

৬ তরুণী মিলে একসঙ্গেই ঢুকেছিলেন ঘন জঙ্গলে। বর্ষার সময়ে গাছের গোঁড়ায় জন্মানো ছাতু বা পরিভাষায় যাকে বলে মাশরুম তুলে আনাই ছিল উদ্দেশ্য। সন্ধে নামার আগে ৬ তরুণীর মধ্যে ৫ জন ঘরে ফিরলেও ১ জন ফেরেননি। তাঁর খোঁজ শুরু হয়। পরে ওই আদিবাসী তরুণীকে জঙ্গলের মধ্যে থেকেই উদ্ধার করেন স্থানীয়রা। অভিযোগ ছাতু খোঁজার সময়ে জঙ্গলের মধ্যেই ৩ যুবক তাঁকে আরও গভীর জঙ্গলে টেনে নিয়ে যায়। তারপর সেখানে তারা ওই তরুণীকে গণধর্ষণ করে। এমনই দাবি করেছেন ওই তরুণী।

পরে ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা করানো হয়। তাঁর করা অভিযোগের ভিত্তিতে ৩ অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজারের কাছে দুবুনি গ্রাম সংলগ্ন জঙ্গলে। ঘটনা ঘিরে এলাকার মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ দানা বেঁধেছে।

Share
Published by
News Desk