State

২ সৎ মামার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

Published by
News Desk

প্রথমপক্ষের স্ত্রীকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করেছিলেন বাবা। ঘর করতেন দ্বিতীয় স্ত্রীর সঙ্গেই। প্রথম পক্ষের মেয়ে থাকত বাবার কাছেই। সৎ মায়ের সঙ্গেই দিন কাটত তার। বাবা কাজ করেন বাইরে। তাই তিনি বাইরে থাকলে মেয়ে ও দ্বিতীয় পক্ষের স্ত্রী, দুজনেই থাকতেন দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাপের বাড়িতে। দ্বিতীয় পক্ষের স্ত্রীর ২ ভাই থাকত পাশেই। সম্পর্কে কিশোরীর সৎ মামা ছিল ওই ২ যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের কাছে।

অভিযোগ গত কয়েক মাস ধরে ওই কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ করে গেছে ওই ২ সৎ মামা। এসব কথা বাইরে কাউকে জানালে তাকে মেরে ফেলার ভয় দেখায় তারা। প্রথমে ভয়ে কিছু না বললেও অবশেষে সবই খুলে বলে ওই কিশোরী। পুলিশ ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts