State

স্কুল থেকে ফেরার সময় অশালীন আচরণ, অপমানে আত্মঘাতী ছাত্রী

Published by
News Desk

স্কুল থেকে ফেরার সময় তাকে নানাভাবে উত্যক্ত করত স্থানীয় এক কিশোর। বেশ কয়েক মাস ধরেই চলছিল এমন কাণ্ড। ক্রমশ তার সাহস বাড়ছিল। কান্দির বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্রীটি সব কথা বাড়িতে জানিয়েও ছিল। মানসিক ভাবে ছাত্রীটি ক্রমশ বিপর্যস্ত হয়ে পড়ছিল। ছাত্রীর বাড়ির লোকজন ওই কিশোরকে ডেকে বেশ কড়া কথা বলেও ছিলেন। বারণ করেছিলেন এমন কাজ করতে।

বকাবকি সত্ত্বেও ওই কিশোর তার আচরণ বদলায়নি। অভিযোগ, গত বৃহস্পতিবার ছাত্রীটি স্কুল থেকে ফেরার সময় তার পথ আটকায় ওই কিশোর। তারপর তার সঙ্গে অত্যন্ত অভব্য আচরণ করে। তাকে জোর করে বিয়ের জন্য চাপ দেয়। এরপর কোনওক্রমে ওই কিশোরের হাত ছাড়িয়ে মেয়েটি বাড়িতে চলে আসে। খাওয়ার পর নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় ওই ছাত্রী। পরে তাকে ঘরেই গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখেন বাড়ির লোকজন। মৃত ছাত্রীর পরিবারের তরফে ওই কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk