State

বাড়ির বিছানায় পড়ে কিশোরীর রক্তাক্ত দেহ

Published by
News Desk

এক কিশোরীর রক্তাক্ত দেহ মিলল তারই বাড়ির বিছানার ওপর। গত সোমবার সন্ধেয় একাই বাড়িতে ছিল বছর ১৫-র ওই কিশোরী। বাবা ছিলেন কাজে। ছোট ভাইকে নিয়ে মাও বেরিয়েছিলেন দরকারে। সেই সময়ের মধ্যেই ঘটে গেল ভয়ংকর ঘটনা। মা বাড়ি ফিরে ঘরের দরজা খোলা পান। ভিতরে ঢুকে চমকে ওঠেন তিনি। বিছানার ওপর পড়ে মেয়ে সুস্মিতার রক্তাক্ত দেহ। মাথা থেঁতলে দেওয়া হয়েছে। রক্তে ভেসে যাচ্ছে ঘর। এই ঘটনা জানাজানি হতেই রানাঘাটের পায়রাডাঙ্গা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশের প্রাথমিক অনুমান কোনও ভারী বস্তু দিয়ে আঘাত করে সুস্মিতাকে হত্যা করা হয়েছে। জানা গেছে, ওই ছাত্রীর সঙ্গে পাড়ার বুবাই নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু হালে সেই সম্পর্ক অনেকটাই নষ্ট হয়ে যায়। তারপর থেকে নাকি বুবাই কুপ্রস্তাব দিচ্ছিল ওই ছাত্রীকে। ঘটনার দিন বাড়ি ফাঁকা পেয়ে বুবাইই ভিতরে ঢুকে সুস্মিতাকে খুন করে বলে দাবি পরিবারের। পুলিশ ১ জনকে আটক করেছে।

Share
Published by
News Desk