State

জেটিতে পা হড়কে গঙ্গায়, ডুবে মৃত ১ ব্যক্তি

Published by
News Desk

নৌকা থেকে নামার সময়ে পা পিছলে গঙ্গায় পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম অশোক চৌধুরী। তিনি হুগলির ভদ্রেশ্বরের একটি জুটমিলে কাজ করতেন। বুধবার সকালে কর্মস্থলে আসার জন্য উত্তর ২৪ পরগনার জাগুলিয়া থেকে একটি নৌকায় ওঠেন তিনি। এখানে খেয়া পারাপারের জন্য যে নৌকা ব্যবহার হয় তা যন্ত্রচালিত। সেই নৌকায় চড়ে বসেন অশোকবাবু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ভদ্রেশ্বর জেটিতে নামার সময়ে তাঁর পা হড়কে যায়। ফলে ঠিকঠাক জেটিতে পা রাখতে না পেরে অশোকবাবু পড়ে যান গঙ্গায়।

গঙ্গায় পড়ে যাওয়ার পর তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। ডুবে যান অশোকবাবু। পরে তাঁর দেহ উদ্ধার হয়। বেশ কয়েকটি দুর্ঘটনার পর এখন যাত্রী নিরাপত্তায় গঙ্গায় যাতায়াতের সময়ে লাফই জ্যাকেট পড়তে হয় যাত্রীদের। অভিযোগ এদিন অশোকবাবুর গায়ে সেই লাইফ জ্যাকেট ছিলনা। প্রাণ দিয়ে যার ফল ভুগতে হয় পেশায় শ্রমিক মধ্যবয়সী অশোক চৌধুরীকে।

Share
Published by
News Desk